মার্চ আমাদের স্বাধীনতার মাস স্বাধীনতার দিবসের মাস, মুক্তির মাস স্বাধীনতার দিবসের মাস হিসাবে নতুন করে আলোচনার বিশেষ প্রয়োজন পড়ে না, যদিও হাজার হাজার বছরে ধরে এই দিবসটি সর্বোচ্চ সন্মানের সাথে পালিত হবে, প্রতিটি বাংলাদেশীর মনে এক অনাবিল শান্তি ছড়ানোর দিন তবে এই শান্তির অন্তরালে আছে বীর মুক্তিযোদ্ধাদের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের গৌরব গাঁথা কাহিনী যা আমাদেরকে আরও নির্ভিক ভাবে পথ চলার সাহস যোগায়। যাদের অবদানে এবং যে সব মহান. কীর্তিমান মানুষের আত্মত্যাগে আমাদের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল, স্বাধীনতার মাসে তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।
স্বাধীনতার মাস আমাদের গর্বের ও সন্মানের। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনের স্মৃতিময় দিন।
“উদয়ের পথে শুনি কার বাণী ,
‘ ভয় নাই , ওরে ভয় নাই —
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই । ‘” – রবীন্দ্রনাথ ঠাকুর।
কবি গুরুর এই বাণীর দীক্ষায় সেদিন যারা জীবনের শ্রেষ্টতম ও মহা মূল্যবান বিষয়টি উৎসঃর্গ করেছিলেন তাঁদেরকে আমরা অনেকেই নিজের চোখে দেখি নি, কিন্তু অন্তরে আছেন তাঁরা সারাক্ষণ। ভয়কে জয় করে নিজের জীবনকে যারা উৎসঃর্গ করেছিলেন তাঁদের যে কোন ক্ষয় নেই তাঁরা যে অমর তা নতুন করে বলার না থাকলে আমরা বলতে পারি এই ভাবে কিছু সাধারণ মানুষ সেই সাথে কিছু গর্বীত বীর অমর হয়ে থাকেন শতাব্দীর পর শতাব্দী।
মহান স্বাধীনতার মাস উপলক্ষ্যে দেশের সকল মানুষকে আমাদের অভিনন্দন, শুভেচ্ছা সেই সাথে এই মাহন অর্জনে যে সব মহান. কীর্তিমান মানুষের আত্মত্যাগে আমাদের বিজয় অর্জন সম্ভব হয়েছিল, স্বাধীনতার মাস তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।
রেটিং করুনঃ ,