আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর থেকে সংকটে রয়েছে দেশটির অর্থনীতি। মানুষের অভাব বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে জব্দ করে রাখা হয়েছে মার্কিন রিজার্ভে থাকা দেশটির বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ। শিগগিরই এসব সম্পদ ছাড় দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা নজরদারিতে রেখেছে মার্কিন বিভিন্ন দপ্তর ও বিদেশি সংস্থাগুলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানিয়েছে, তারা আফগানিস্তানে মানবিক সহায়তা চালিয়ে যেতে মার্কিন সরকার ও মিত্রদেশগুলোকে অনুমোদন দিয়েছে। এ ছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নসহ অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সবুজ সংকেত দিয়েছে তারা। এর ফলে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিদেশে থাকা আফগানরা দেশে রেমিট্যান্সের অর্থ পাঠাতে পারবেন।
তবে মানবিক সহায়তা চালানোর ওপর জোর দেওয়া হলেও তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অর্থ বিভাগের এক মুখপাত্র। তুলে নেওয়া হচ্ছে না তাদের ওপর থাকা আর্থিক নিষেধাজ্ঞাও। এ কারণে দেশের বাইরে থাকা নানা তহবিলে হাত দিতে পারবে না তারা। ওই মুখপাত্র বলেন, আফগান নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি পালনকেই গুরুত্ব দিচ্ছেন তাঁরা। এ কারণেই তালেবানের ওপর নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে।
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশির ভাগই রয়েছে দেশটির বাইরে। এসব অর্থ ছাড় পেতে কয়েক মাস লেগে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানে আইনের শাসন ও নারীদের অধিকার রক্ষায় তালেবানের দুর্নাম রয়েছে। এসব বিষয়ে নীতি বদলানোর জন্য তালেবানকে চাপ দিতে জব্দ থাকা অর্থ পশ্চিমা দেশগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মার্কিন রিজার্ভে আফগান অর্থ আটকে থাকার পাশাপাশি বন্ধ রয়েছে বিদেশি সহায়তাও। আটকে আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জাতিসংঘের অর্থও। অর্থের অভাবে আফগানিস্তানে খাবার, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সব মিলিয়ে আফগানিস্তানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে মার্কিন রিজার্ভে জমা থাকা দেশটির অর্থ ছাড় দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আরজি জানিয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি ও মানবিক সংস্থা। তাঁদের মধ্যে রয়েছেন আফগান কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘ সময়ের বোর্ড সদস্য শাহ মেহরাবি। তিনি বলেছেন, আফগানিস্তানের বর্তমান সংকট অনেক প্রকট। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এটি মানুষের জন্য আরও দুর্ভোগ ডেকে আনবে।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ সেপ্টম্বর ০৪, ২০২১
রেটিং করুনঃ ,