কোন আড়ালের আড়ালে লুকিয়ে থাকো!
দেখতে যে পাই না, কেন নিজেকে ঢাকো!
অন্তরে অধির প্রবল শুধু এক পলক দেখার,
মনে যাতনা বুনন – সেই যে দেখা কবেকার।
বহু বাসনা মিঠে যায় বাসনা পূরণ হলে-
তোমাকে দেখার বাসনা কেবলি অন্তরে দোলে,
সারা দিন ক্ষণ যেন নাই বিরাম, শুধু অবিরত
সকল পরাজয়ে তোমারি কাছে মাথা নত।
কত আশা, কত ভাষা, কেবলি ফুরায়ে যায়-
যে প্রিয়জন কেউ কি আপন রূপে না পায়!
এ কেবলি কি আপন মনে বাসা বাঁধা!
ভ্রান্ত হিসাবের মায়া চক্রের এক ধাঁধা।
তারিখঃ এপ্রিল ০৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,