মেঘ ভাসে আকাশে, দিঘীতে হাঁস,
মনে ভাসে যাতনা, কখনও ভাসে সুখ।
পথিক আমি, পথে হাঁটি—-
কোথায় যাতনা থাকে ! কোথায় থাকে সুখ !
ভাবিনি কখনও, হেঁটেছি শুধু পৃথিবীর পরে।
হেঁটে চলেছি হয় তো পাথরের গড়া মানব হয়ে —-
দিনে দিনে, মাসে, বছর ধরে বা যুগান্তর !!
যাতনা মেঘ হয়ে কখনও যদি মনে ভাসে,
সুখ যদি মনে হাঁসের মত দিঘীতে ভাসে।
তখন হয় তো একদিন আমিও মানুষ হতে পারতাম।
এ আমার কিঞ্চিত বাসনা
অনেকের মত আমারও কিঞ্চিত বাসনা।
তারিখ: মার্চ ২১, ২০১৪
রেটিং করুনঃ ,