04/16/2012
“একটা ব্যাগ উঠাও।”” এটা টাকার ব্যাগ। এসব গরীবদের ভাবার বিষয় নয় কিন্তু ধারনা করা যায় এগুলিই গরীব মানুষদের টাকা। টাকার ব্যাগ কথাটা প্রথম ছাপালো বিশ্ব বিখ্যাত পত্রিকা The Economist “Ever since 2008, when the Awami League, helped by bags of Indian cash and advice, triumphed in general elections in Bangladesh”
এর পর থেকে শুরু হলো রাজনৈতিক অংগনে “বস্তা বস্তা টাকা” কথাটির প্রচলন।
এবার পিলখানায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থা বর্ডারগার্ড সিকিউরিটি ইউনিটের সদস্যরা বিজিবির সদর দপ্তর এলাকায় প্রায় মধ্য রাতে একটি গাড়ি থামিয়ে তল্লাশি করতে করতে গাড়ির ভেতরে কথিত ৭০ লাখ টাকা ভর্তি বস্তা পেয়ে যান।
স্যাটালাইট টিভি গুলি খবর দেখানোর সময় একটা প্রচার ঝুলিয়ে দেন। আমরা বিভৎস্য ছবি দেখাই না। বেশ আগে কয়েক বছর আগে এই রাজধানীতে এক ভিক্ষুকের নিরব প্রচার ছিল আমরাও বিভৎস্য মানুষের দেহ মুখ দেখাই না। জীবন্ত মানুষ বস্তার ভিতরে থেকে নড়াচড়া করত। মানুষ ধারণ করা বস্তার পাশে টপ টপ করে টাকা, মুদ্রায় ভরে যেত। আয় বৃষ্টি ঝেপের মত। একদিন রহস্য ভেদ হল। মানুষ ধারণ করা বস্তার ভিতরে কখনো পুত্র, কখনো স্ত্রী, কখনো কণ্যা, কখনো নিজে। কখনো গাছের একটা গুড়ি।
গরীবের, ভিক্ষুকের আয় উপার্জনের রহস্য ভেদ হয়।
বস্তায় বস্তায় লুটপাটের টাকায় যে বস্তা, সে আয় উপার্জনের রহস্য ভেদ হয় না। লুটপাটের টাকায় যে বস্তা, সে বস্তা এত শক্ত কেন !! বস্তার গাথনি এত মজবুত কেন !! কথা বলতে চাই, প্রতিবাদ করতে চাই উট পাখির জীবন বর্জন করে। রহস্য ভেদ করতে চাই তেলেপোকার জীবন বর্জন করে।
রেটিং করুনঃ ,