মাদার তেরেজার ‘নো গ্রেটার লাভ’ বইয়ের কিছু অংশ থেকে তাঁর লিখনীর কিছু অংশ তুলে ধরা হলো, যা আমাদেরকে একটি মানবিক জগতের পথ দেখায় –
খুব বেশী দিন আগের কথা নয়, একজন বেশ ধনী হিন্দু মহিলা আমাকে দেখার জন্য আসলেন। তিনি বসলেন এবং বললেন, “আমি আপনার কাজে অংশগ্রহণ করতে চাই।” ভারতের অনেকেই আমার কাজে সাহায্য করতে আসতেন। আমি তাকে বললাম, এটা অনেক ভাল কথা। গরীব মহিলাদের একটা দুর্বলতার বিষয় তিনি আমার কাছে তুলে ধরলেন। তিনি বললেন- ‘আমি রুচিশীল শাড়ি পছন্দ করি’। অবশ্য সেই মহিলাটি একটা খুব দামী শাড়ি পড়ে আসছিলেন যার দাম হতে পরে আটশত রুপি। আমার শাড়িটা মাত আট রুপিতে কেনা। এখানে তার শাড়িটি আমার শাড়ির একশত গুণ বেশী দামি।
তাকে আমি একটা উপযুক্ত উত্তর দিতে চেষ্টা করলাম, যেভাবে তিনি আমাদের কাজে সাহায্য করতে পরেন। তাকে বললাম, “আমি শাড়ি থেকে শুরু করব। যখন আপনি আবার শাড়ি কিনতে যাবেন তখন আটশত রুপির পরিবর্তে এটা কিনবেন পাঁচশত রুপিতে। তারপর সেই বেঁচে যাওয়া তিনশত রুপি দিয়ে গরীবদের জন্য শাড়ি কিনবেন।” এই ভদ্র মহিলাটি এখন মাত্র একশত রুপি দামের শাড়ি পরিধান করেন, এবং এর পরে আমি তাকে বললাম যাতে আর কম দামি না কেনে। তিনি আমার কাছে স্মীকার করলেন যে আমার এই কথটাই তার জীবনে পরিবর্তন এনেছে। এই মহিলাটি আমাকে নিশ্চিত করেছেন যে তিনি যা দিয়েছেন তার চেয়ে অনেক বেশী পেয়েছেন।
নোটঃ লেখাটির তথ্য ইন্টার নেট থেকে সংগ্রহিত এবং ছবিটিও।
তারিখ সেপ্টম্বর ০৮, ২০১৬
রেটিং করুনঃ ,