সময় দ্রুত ছুটে চলেছে
প্রচন্ড বেগ নিয়ে
গতি মিলাতে না পেরে থমকে যাই বেশ।
মনের দেখায় দুরুত্ব না বাড়লেও
দুরুত্ব বেড়েছে চোখের দেখায়।
দ্রুত ছুটে চলা সময় স্রোতে
কিছুই নজরে আসে নি তোমার।
বিশাল আকাশে মেঘের ভীড়ে
সূর্য যেমন ঢাকে!
চোখের আড়ালের পরে আড়ালে
তুমিও তেমন নিত্য পড়ছো ঢাকা-
এক অচেনা, অনিশ্চয়তার ভাবনায়।
তোমার এক আড়ালে পড়ে যাই তাই বারবার।
কতটা হারানোর ভয় গেঁথে আছে মনে
কোন হাওয়ায় দমকায়
কোন অচেনা অতিথীর চমকায়
অচেনা দুঃচিন্তায় অনিশ্চয়তায়,
কঠিন প্রবল ভীতি
করেছে পরাজিত কেবলি
তোমাকে হারানোর ভয়ে
নত হয়ে থাকা একজন নিরহ মানুষ।
কখন কোন দিকে কোন গতি যায়!
জীবনের রূপ বদলায়!
জানা হয় না আগাম কিম্বা বর্তমানেও।
হবে কি সময় তোমার!
চোখের দেখায় গতি বাড়াতে
যদি আড়াল কেটে যায়
মনের দেখায় স্বচ্ছ্বতায়,
হাতে হাত রেখে-
কেটে যেত হাতে গনা যে কটা দিন!
শ্রাবণের দিনের মত অবিরত অবিরাম
নিজ সুরভী মাধুরী মাখানো বাসনা ধারায়।
তারিখঃ এপ্রিল ১০, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,