কাটেছে সেই অপেক্ষার প্রহর
দেখব বলে দেখেছি এক নজর
সেই শান্ত, ধির পায়ে যেমন নববধুর বাবা বাড়ি ছেড়ে
নতুন জীবনের পথে ধির পায়ে হাঁটা ।
বড় জানার থেকে যায় কোথায় হারালে
তোমার চাঞ্চলতা, খিলখিল হাসি যা
ছড়িয়েছিল রাশা রাশি।
ঝর্নার উদ্দাম উচ্ছ্বাস !
আষাঢ় মঘের মত ছুটে চলার বেগ !
ঝাঁক ধরে পাখিদের হঠাৎ উড়ে চলার উচ্ছ্বাস !
দুরুন্ত শিশুদের বিলে দীঘিতে
সাঁতার কাটার মহড়ার উচ্ছ্বাস !
সব কথা লুকায়ে, একটি শান্ত দীঘি হয়ে
গভীরের অনেক গভীরে
এমনটা দেখব বলে আশা রাখি নি কখনও
ফেব্রুয়ারীর শোক সারা শরীরে
আমারও মাতা নত হয়ে আসে বীরদের প্রতি যেমন
সন্মান জানাতে।
তুমি শান্ত হয়ে থাকো, বীরদের স্মরণে
সকলে যেমন শোকাচ্ছান্ন হয়ে
তুমি শ্রদ্ধায় থাকো আর উচ্চ সন্মানে চিরদিন।।
আমারও মাথা নত হয়ে আসে বার বার-
তারিখঃ অক্টোবর ২২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,