আষাঢ়ের শুরুটা প্রথম থেকে বেশ ষ্পষ্ট বলা যায় প্রায় সারা দেশ জুড়ে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি কখনও থেমে থেমে কখনো বিরতী, আবার কখনো টিপটিপ, কখনো ইলশেগুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি চলছে। প্রায় দুই সপ্তাহ ধরে বৃষ্টির ধারা এখই ধরণের। জৈষ্ঠে যে তাপ-দাহ ছিল আষাঢ় ষ্পষ্ট ভাবে বিদায় করে দিয়েছে শীতল পরশ।
সেই সাথে খুব নিকটে অপেক্ষা করছে বণ্যার আগমনী সংঙ্কেত। শীতল পরশ মনে দেহে দিয়েছে তবে এতে পথচলা মানুষেরা পড়েছে নানান দুর্ভোগে। কাটা রাস্তা আর কাদা যুক্ত রাস্তায় হাটায় জরম ভোগান্তি সাথে যানবাহন পেতে ভোগান্তি সাধারণ মানুষের। অনেককে বৃষ্টিতে ভিজে ভিজে চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি থামার অপেক্ষায় থাকতে হচ্ছে অনেক মানুষকে যারা সাময়িক আশ্রয় নিয়েছিল কোন ভবনের কোণায় বা কোন ছাউনিতে।
তবুও মনে প্রশান্তি যে এখন আমাদের মাথার উপর দিয়ে বয়ে চলেছে প্রিয় আষাঢ়।
তারিখ: জুলাই ০২, ২০২১ ( ১৭ই আষাঢ়)
রেটিং করুনঃ ,