খুব কাছে থাকলে, নিত্য দেখা হলে
কী-বোর্ডে আজ খট খট করে
অক্ষর, শব্দ, বাক্য, ছন্দ, কবিতা, লাইন-
কিছু্ই হয়তো লেখা হত না।
মাঝে মাঝে শুধু খবর পাই
ভালো আছো তুমি।
বাতাসে ভর করে, মেঘের পালে পালে
এ খবর আসে বেশ ভালো আছো তুমি।
কলিজা কাটা কষ্টে –
মন ব্যারামের আবাসে থাকলেও তুমি
বাহিরের খবরটাই আসে বাতাসে ভর করে
অন্তরের খবর কে রাখে বল !!
তোমাকেই বলি—
দিলের মাঝে খাঁটি ভালোবাসার চাষাবাদ না করে
দিলের খবর, মনের খবর রাখা যায় কী করে !!!
তাই খবর আসে
বাতাসে ভেসে ভেসে——
যত তুমি থাকো কাছে
যত থাকো কোন দূর দেশে।
ভালো আছো তুমি, আছো ভালো ।
হয় তো তুমি আসলই আছো ভালো।
তারিখ: সেপ্টম্বর ১০, ২০১৪
রেটিং করুনঃ ,