এক বিষয়ে আর লিখতে ভালো লাগে না কিন্তু আড়ালে দ্রুত বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে, বদলাতেই থাকবে। থাক; কথাগুলি সময়ের স্বাক্ষী হয়ে থাক।
এমনিতেও আমাদের দেশে কিছুদিন আগে যত সংখ্যক গ্র্যাজুয়েট হয়ে আসছিল চাকরি বাজার ততটা বাড়ে নি সাথে গ্র্যাজুয়েটদের মেধা দক্ষতারও যথেষ্ট অভাব যেমনটা নিয়োগদাতারা চান !!
যারা গ্র্যাজুয়েট হওয়ার অপেক্ষা তারা সাময়িক একটি সময়কাল (করোনাকাল ) পার করে এক সময় গ্র্যাজুয়েট হয়ে চাকুরীর বাজারে আসবে, গ্র্যাজুয়েটের স্যংখ্যা বাড়ছে আর পাল্লা দিয়ে দেশের চাকুরীর বাজারটা শোচনীয় ভাবে সংকোচিত হচ্ছে।
বিশ্বের নামী-দামী অনেক ব্রান্ড দেউলিয়া হয়ে যাওয়ার পথে, বিশ্বব্যাপী অনেক কোম্পানি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বেশ আগেই। কেউ কেউ কর্মীদের বেতন দেওয়া বন্ধ করেছে। কেউ কোম্পানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব আমাদের দেশে এখনই যথেষ্ট লক্ষণীয়, প্রবাসীদের রেমিটেন্স প্রবাহে ভাটা, পোষাক শিল্প অস্থিরতা, কার্যাদেশ বাতিল হওয়া, নতুন কার্যাদেশের শ্লথ গতি।
অনেক প্রশ্নের উত্তর জানা নেই, নতুন কর্মের সন্ধানে যাওয়াটা আরও কঠিন বিষয় তবুও যতটুকু পারা যায় চোখ কান খোলা রেখে একটি আগামী ভবিষতের সাথে তাল মিলিয়ে যদি চলা যায় !
এর আগেও অনেক বার পৃথিবীতে মহামারী এসেছে এক চতুর্দশ শতাব্দীতে ব্ল্যাক ডেথে লোক মারা যায় আনুমানিক সাড়ে ৭ কোটি থেকে ১০ কোটি! শুধু ভেনিসেই মারা যায় ১ লাখ মানুষ। গোটা ইউরোপে ৪ বছর ছিল সেই মহামারির ভয়ানক দশা!
সেই ভয়ানক দশা থেকে মানুষ ঘুরে দাঁড়িয়েছে তৈরী করেছে বাসযোগ্য পৃথিবী আবারও বিপদ-আপদ কেটে যাবে এই আশাতে আছি।।
তারিখ : মে ১৭, ২০২০
রেটিং করুনঃ ,