করোনাকাল এর আরটি নাম মহামারী, মহামারী আগেও হয়েছে তবে করোনা ভাইরাসটি নিয়ে এই প্রথম সারা পৃথিবীতে এর নির্মম হানা। জীবন ধারায় নানান পরিবর্তন এনে দিয়েছে সব মানুষ আতঙ্কিত; স্বাস্থ্যগত, অর্থনৈতিক ও সামাজিক বন্ধন হুমকির মুখে সাথে পারিবারিক বন্ধনও।
বাড়িতে থাকা, সামাজিক দূরত্ব, কোয়ারেন্টিন, আইসোলেশন, লকডাউন, এগুলো না মানায় মৃত্যু যেমন বাড়বে, তেমনি বাড়বে হতাশাও। ভোগ্যপণ্য চলে যাচ্ছে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। দারিদ্র্যের কারণে ক্ষুধার্ত মানুষের সংখ্যাও বাড়বে, এ কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও বেড়ে যাবে। ১৫৪ কোটি শিক্ষার্থী পারফরম্যান্সে ক্ষতিগ্রস্ত হবে। ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষক, খামারি, কৃষি খাত, শিল্প খাত, মৎস্য খাত, পোশাক খাত ও ব্যবসা-বাণিজ্য। করোনাকেন্দ্রিক গুজবের ডালপালা ও স্ববিরোধী কথাবার্তা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। এ ছাড়া অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মন্দার মধ্যে পড়বে বিশ্ব অর্থনীতি। এই নিষ্ঠুর মানবজাতিকে তুড়ি মেরে যথেষ্ট শিক্ষা দিচ্ছে এক অদৃশ্য জীবাণু। প্রকৃতিপ্রেরিত মারণাস্ত্র আমাদের পরিশুদ্ধির এক চরম বার্তা দেখিয়ে দিচ্ছে।
করোনার পজিটিভ দিকগুলি হলো! কোভিড-১৯ সবাইকে থমকে দিয়ে একই ছাতার নিচে দাঁড় করিয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানোর এমন সম্মিলিত প্রচেষ্টা সুদূর অতীতে আর দেখা যায়নি। বিশেষ করে চিকিৎসাব্যবস্থা বড় ধাক্কা খেয়ে দেখিয়ে দিল যে স্বাস্থ্য খাতে সরকারি উদ্যোগের বিকল্প নেই।
মানুষের প্রতি মানুষের মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণসহ যাবতীয় সামাজিক অপকর্ম থেকে নিজেকে বিরত রাখছে। জনসমাগম, কোলাহল, ঝগড়া-ফ্যাসাদ, যানজট ও সড়ক দুর্ঘটনার আপাত সমাপ্তি ঘটেছে। যুদ্ধ-যুদ্ধ খেলা, হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, দুর্নীতিও স্তিমিত হয়ে পড়েছে। বায়ুদূষণ, শব্দদূষণ, জলদূষণ না থাকার এই সুযোগে প্রকৃতি যেন নিজেকে নতুন রূপে সাজিয়ে নিচ্ছে। করোনাকালের এই সময়ে গোটা বিশ্ব এক ‘অভয়ারণ্যে’ পরিণত হওয়ার কারণে প্রাণিকুলের প্রজনন ও বংশবৃদ্ধি ঘটে চলেছে। সাগর, নদী বা জলাশয়ে তার প্রমাণও মিলেছে।
পরিবারের সঙ্গে সময় কাটানো, হাত ধোয়া, মুখে মাস্ক ও গ্লাভস ব্যবহারের প্রবণতা মানুষের মধ্যে সুস্থ থাকার প্রবণতা তৈরি করবে। বিশেষ পরিস্থিতিতে করণীয় বা মহামারি মোকাবিলায়, ঘরে থাকা, নিরাপদে থাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার এই প্রচেষ্টা সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকার মূলমন্ত্র হিসেবে কাজ করবে অদূর ভবিষ্যতেও। হয়তো তত দিনে করোনা নামক ভাইরাসটি পৃথিবী থেকে বিদায় নেবে।
তারিখঃ মে ০১, ২০২০
সংগ্রহিত।
রেটিং করুনঃ ,