এই করোনাকালে শিক্ষালয়ে শিক্ষাদান বন্ধ থাক, কর্মস্থলে কর্ম বন্দ থাক, তাই বলে বাসা-বাড়িতে বন্দী থেকে অপচয় সময় তৈরী করার অর্থ হয় না। বই পড়ে হোক, কোন লেখা লিখে হোক, অন-লাইনে ভালো পড়াশোনা করে হোক, নতুন কোন প্রযুক্তি শিখে সৃজনশীল কাজে, চিন্তায় সময়টাকে অর্থবহ করে নেওয়াটাই বড় সুযোগ এখন এবং সার্থকতার কথা।
২০২০ সালকে সব মিলিয়ে একটি ব্যর্থ বছর ধরেই নেওয়া যেতে পারে, সারা বিশ্ব যখন করোনা দাপটে নাজেহাল, তার থাবায় বিশ্ব যখন অসহায়। যেখানে বসবাসের ভালো সূচকগুলি নিন্ম-মূখি ও মন্দ সূচকগুলি উর্ধ্ব-মূখি।
তবে সামনে অপেক্ষায় ২০২১ সাল এখনই পরিকল্পনা তৈরীর সময় জীবন ধারা কী ভাবে চলবে আয় অর্জন যদি বন্দ হয়েই যায় তবে কী বিকল্প ব্যবস্থা! কোন ক্ষেত্রগুলিতে নিজেকে যুক্ত রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে ! পরবর্তি ধারার জীবনে যদি কোন প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন পরে! তার তালিকা তৈরী করে এখন থেকেই কার্যকর ভূমিকায় নামা উচিত।
জীবন ও সময় কোন কিছুই থেমে থাকবে না, অর্থবহ ও কার্যকরী হোক সামনের দিনগুলি সেই সাথে ২০২১ সাল।
তারিখঃ মে ০২, ২০২০
রেটিং করুনঃ ,