শুধু করোনা করোনা নিয়ে যখন এক বদ্ধ পঙ্কিল পরিমন্ডে তখন আজ মা দিবসে এক ধরণের প্রশান্তি পেলাম, অনেক লেখকের আবেগময় অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে। কিছু সন্তানের মায়ের প্রতি এক অসাধারণ ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের মধ্য দিয়ে। নিজেও হঠাৎ করে মনে বড় মনবল খুঁজে পেলাম যেন চলেছি মায়ের হাত ধরে কিছুটা দূরের পথে ছোট্ট বেলার দিনগুলির মত।
শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র আছে, শরীরে রক্ত চলাচল মাপার যন্ত্র আছে, ব্যাথা উপশমের ঔষধও আছে, কিন্তু সন্তানের প্রতি মায়ের উৎকন্ঠা, অনুভূতি, মমতা মাপার কোন যন্ত্র নেই সেই সাথে মায়ের গুরুত্ব মাপারও কোন যন্ত্র নেই।
শিশুর মুখে না ফুটা কথা, শিশুর ভাষা বুঝার কোন যন্ত্র আজও আবিষ্কার হয় নি কিন্তু মা শিশুর সব না বলা বা, অ-উচ্চারিত সব কথাই সঠিক ভাবে বুঝে থাকেন।
আজ যাদের মা আছেন। তারা একটা আশ্রয়ে আছেন। একটা নিরাপদ আশ্রয়ে আছেন। কঠোর এক নিরাপত্তার চাদরে ঢাকা আছেন।
নিজের উপলদ্ধি থেকে বলি – একদিন বুঝলাম যে নিরাপত্তার চাদরে ঢাকা ছিলাম সেই চাদরটি সরে গিয়েছে মাথার উপর থেকে আর তখন থেকে জীবনে আসতে শুরু করেছে একে একে যত আপদ, অ-শুভ সঙ্কেত, উটকো ঝামেলা।
আজ যাদের মা আছেন তাদেরকে একটি কথা বলে যাই – আপনার মাকে ভালো রেখেছেন তো !!
নিশ্চয় সকল মায়ের দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে বিদায় নিবে এই ভয়াবহ করোনা ভাইরাসটিও আমাদের দেশ, সারা বিশ্ব থেকে – এটি আমাদের বিশ্বাস, হোক এটি আমাদের একটি অবুঝ বিশ্বাস, কিছুক্ষণের জন্য হলেও তো মনে শান্তি পাচ্ছি, সাহস পাচ্ছি।।
তারিখঃ মে ১০, ২০২০
রেটিং করুনঃ ,