করোনা ভাইরাসের দাপটকে তো আর থামিয়ে রাখা যাচ্ছে না, সূচক উর্ধ্ব মুখি। কিছু তথ্য মাটি চাপা দিয়ে, এদিক ওদিক হয়তো করা যাচ্ছে!
কিন্তু মনের মধ্যে যে ভয়, শঙ্কা তাকে আর কিছুতে চাপা দিয়ে রাখা যাচ্ছে না। মনের মধ্যে ভয়, শঙ্কা নিয়ে ভীত জনসংখ্যা এখন কত ! তারও তো কোন পরিসংখ্যান নেই!
জীবন সমাজ যেন এখন এক একটি অসহায়ত্বের কাব্য, করুণ কালি আরও লেখা হচ্ছে লাইনের পর পর লাইন, দিনে দিনে বড় হচ্ছে অসহায়ত্বের কাব্য, কাব্য থেকে মহা-অসহায়ত্বের কাব্য।
কত আর আশাবাদী হব ! যদিও বেঁচে থাকার জন্য এখন বড় ঔষধ মনবল ঠিক রেখে আশা নিয়ে সময় কাটানো
তারিখ: মে ১১, ২০২০
রেটিং করুনঃ ,