Globalization শব্দটির এর প্রকৃত অর্থ কোথায় দাঁড়িয়েছে তা এখন ভাবার বিষয় !
Globalization বা বিশ্বায়ন ধারণাটি সারা পৃথিবীটাকে একটি সমাজে তৈরী করতে সামর্থ হয়েছিল দুই একটি ক্ষেত্র ছাড়া যেখানে পৃথিবীর বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও বাজার জাত করণ ব্যবস্থা দেশের সীমানা ছাড়িয়ে আন্তঃদেশীয়, মহাদেশীয় পরিমন্ডলে বিস্তার লাভ করেছে।
একটি ক্ষেত্র দিয়ে চোখ বুলালে বুঝা যায় কী ভবিষৎ সামনে দাঁড়িয়ে আছে কী নিয়ে ! বিশ্ব জুড়ে বলা যায় উড়োজাহাজ চলাচল বন্ধ (কিছু রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া) দৃশ্যমান কর্মকান্ড চলছে অন-লাইনে, ভিডিও সংযোগে, পন্যের ছবি ও বর্ণনা দিয়ে।
মূল ব্যবসায় ঘর বন্দী, নতুন বিনিয়োগ ঘর বন্দী, পর্যটন – ভ্রমন ঘরবন্দী, কর্মসংস্থান-উৎপাদন ঘন বন্দী সাথে বাজার জাত করণও। মেধা, সৃজনশীলতাও ঘর বন্দী।
ব্যবসায়ের কারণে হোক! শিক্ষার কারণে হোক! স্থায়ি ভাবে বিদেশে বসবাসের ইচ্চাই হোক! আমাদের দেশ থেকে অনেকেরই বিদেশে যাওয়ার পরিকল্পনার ছক এঁকেছিলেন এটি এখন একটি বড় চ্যালেঞ্জ এই জীবন যুদ্ধে।
দিন যত যাচ্ছে সম্ভবনাময় বিষয়গুলি সম্ভবনার আলো হারিয়ে অনিশ্চয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অনেকের আয়-রোজগার এখনও বন্দ না হলেও ইতিমধ্যে অনেকেই আয়-রোজগার বন্দের তালিকায় চলে এসেছে। সামনের দিনের কথা ভেবে অনেক প্রতিষ্টান ইতিমধ্যে কর্মী,কর্ম-কর্তা ছাটাইয়ের তালিকা তৈরীতে হাত দিয়েছে।
বিশ্ব নেতারা বিশ্বে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্বাস্থ্য ঝুঁকিকে কম গুরুত্ব দিয়ে অর্থনীতিতে প্রাণ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এই অংকে তারা যেন কোন ভুল করে না বসেন চাঙ্গা অর্থনীতির চেয়ে মানুষের জীবন অনেক মূল্যবান।
সব মিলিয়ে আমরাও চাই একটি সুস্থ্য বিশ্বায়ন ব্যবস্থা। খুব দ্রুত সময়ে যেন দেখতে পাই বিমান বন্দর গুলিতে প্রাণ চাঞ্চল্যতা, বিমান বন্দর থেকে উড়োজাহাজ গুলি আকাশে উড়ছে, আকাশ থেকে উড়োজাহাজ গুলি বিমান বন্দরে নামছে, আগের মত খুব স্বাভাবিক ভাবে।
তারিখ : মে ০৯, ২০২০২
রেটিং করুনঃ ,