সেই ছোট্ট বেলা থেকে গুরুজনদের কাছে থেকে শুনে আসছি –
দেশ শেষ
দেশ এইবার শেষ!
দেশ এইবার একবারে শেষ!
এতো বয়সকালেও দেশ শেষ হওয়ার তো কিছুই দেখলাম না !
দেশের জনসংখ্যার তুলনায় কম করোনা টেষ্টে দেশ কি নিরাপদ থাকে ! এমনিতেই মানুষের ভিতর অযথা ভয় ভীতিও কমেছে; অনেকে আবার কষ্ট সইতে না পেরে মুখে মাস্ক ছাড়াই বীরের মত হেঁটে বেড়াচ্ছে। পিপিইও পরিধান করা বন্দ হয়ে যাবে মনে হয় সহসাই, ইতিমধ্যে পাবলিক দেখিয়ে ছাড়িয়ে যে পিপিইও পরিধানে দিন দুপুরে হত্যা কান্ড ঘটানোটাও বেশ সহজ বিষয়। ছিনতাই, অপহরণ, দিন দুপুরে ডাকাতি এগুলিতো তুচ্ছ বিষয় !
যত কথাই বলি না কেন! এদেশ শেষও হবে না, বাজার করার জন্য এবং ঈদ উৎসবে বাড়ি যাওয়া-আসার জন্য এ জাতি বিলুপ্তও হবে না। ভরসা রাখেন।।
তারিখ: মে ২৮, ২০২০
রেটিং করুনঃ ,