পরপর মহামারী! ঝড়-বন্যা! উত্তরাখন্ডে দাবানল!! মহারাষ্ট্রে পঙ্গপালের আক্রমনে শস্য হানি!!!
খনার বচন মনে পড়ে গেল………..
“দাবানল, শস্যহানি, ঝড়, মহামারী ।
একত্রে ঘটিলে জেনো রাজা দুরাচারী ।।
রাজা যদি পাপমতি প্রবঞ্চক হয়।
রাজপাপে দেশময় বহে মৃত্যুভয়।।
অধর্ম কুকর্ম যদি কভু রাজা করে।
দেখিবে অন্নাভাবে প্রজাগণ মরে।।
বৈশাখে অকাল বন্যা, আষাঢ়েতে খরা।
নিশ্চয় বুঝিবে রাজা ভন্ড, ইষ্টহারা।। ”
তারিখ: মে ২৬, ২০২০
ভারতীয় কোন ফেসবুক বন্ধুর থেকে
Mitasree Ganguly র পোস্ট থেকে কপি পেষ্ট।
রেটিং করুনঃ ,