ঠিক ধরেছি; আপনার মাথা ঠিক মত কাজ করছে না, ভালো চিন্তা মাথায় আছে তারপরও গুছিয়ে লিখতে পারছেন না ! ফুরফুরে মন নিয়ে আয়াস করে বসেও থাকতে পারছেন না!
নিশ্চিত; হয় মনের অথবা শরীরের রোগ যন্ত্রণায় কাতর ! নরম আলোয় আলোকিত জ্যোৎস্না এখন তো ম্লান, শান্তিতে ক্লান্তি, মনে অশান্তি। হাঁফিয়ে উঠছেন বারবার। বিষাদে মোড়ানো মন কি খিল খিল করে হেসে উঠবে আর !
আনন্দ ধারা, উচ্ছ্বাস আর জেগে উঠবে না, আগের দিনেও আর ফিরে যাওয়া হবে না, যাওয়া যেত যদি বয়সকে থামিয়ে রাখতে পারতেন !
পরীক্ষাগুলিও দেওয়া হলো না, প্রেম ছোঁয়া দিয়ে আর ফিরেও এলো না, বিয়েটাও করা হলো না, চাকুরীটাও ধরা হলো না, ব্যবসায়টাও শুরু করা গেল না, নাতি নতনীর মুখও দেখা হলো না !
এতো অতৃপ্তিবোধ! এতো সব অসমাপ্ত কাজ ফেলে রেখে যদি চলে যেতে হয় !!!
জ্যোৎস্না আলোয় ঘর আলো করা বউ,
চাঁদের আলোর মত নরম তুলতুলে শিশু,
সবুজ অরণ্য, সবুজ ঘাসের মাঠ, পাহাড় ঝর্ণা
প্রিয় দীঘি, হাতের তৈরী বাগান, বাগানের ফুল-
এইসব ফেলে রেখে যদি একদিন চলে যেতে হয় !!!
তারিখ জুন ২৫, ২০২০
রেটিং করুনঃ ,