১.ছোট্ট ধরণের ভুল, ক্রুটি, সমস্যা মানুষের জীবনে থাকে; যা নিয়ে মানুষের জীবনের চলাচল কিন্তু এই বর্তমান সময়টায় জীবন সঙ্গী ভুল ক্রুটি সমস্যাগুলি ক্রমেই বড় থেকে আরো বড় হয়ে দানবেই তো রূপ নিচ্ছে ! তা না হলে অহেতুক ভয়ের অরণ্য কেন মনে !
শুদ্ধকে ডেকে বলি সমাধান দাও ভাই !
মরার আগে আবারও মরতে যে না চাই
সাহসকে ডেকে বলি ভয় ভীতি হঠাও
আনন্দ, উচ্ছ্বাসকে ফিরিয়ে এনে দাও।
বেঁচে থাকি নির্ভয়ে যতদিন পৃথিবীর ‘পরে —
আগের দিনগুলি আসুক ফিরে প্রতি ঘরে ঘরে।।
২. লাল সবুজ হলুদের কত ছড়াছড়ি ! কত অতপর
কত ভাগে! কত রঙে কত যে সীমিত পরিসর !
ক্ষুদ্র অণুর দল চারি দিকে ছড়াচ্ছে বিষাক্ত নিঃশ্বাস,
এ যেন জীবনের এক ব্যর্থ পরিহাস–
( সংক্রামণ ভেদে বিভিন্ন এলাকাকে লাল হলুদ সবুজ জোনে ভাগ করা হয়েছে। কিন্তু সু-ষ্পষ্ট নীতিমালা নেই)
তারিখঃ জুন ১৬, ২০২০
রেটিং করুনঃ ,