১. বিরতি
বিরতি নিতে চাই দীর্ঘ সময়ে
এই সমাজ, এই পরিবেশ থেকে সাথে প্রিয়জনদের নিয়ে।
২. মাস্ক
কারও কোন সম্পদ না থাকলেও প্রায় সবার কাছে আজকাল মাস্ক নামের একটি সম্পদ আছে, সম্পদ এই কারণে যে এটি আরও কিছুদিন আমাদেরকে সুস্থ্য রাখতে ও আয়ু দীর্ঘ করতে সহায়তা করছে ব্যাপক পরিসরে।
মাস্ক (Mask) এটি একটি ইংরেজী শব্দ তবে এটিকে বাংলা অর্থে এর প্রচলন হওয়া প্রয়োজন।
যে কোন একটা বাংলা নাম বলায় যায়!
মুখাবরণী, মুখবন্ধনী, মুখরক্ষক, মুখোশ, মুখঢাকনি, মুখত্রাণ, মুখ কুলুপ, মুখঢাকনি এবং মুখতালা একেবারে মন্দ হবে কি !
এছাড়াও মুখ-ঘোমটা! মুখখিল, মুখ সাঁটনি, মুখ-সিটকিনি, মুখ রক্ষা-কবচ, মুখ দাঁড়োয়ান, মুখ পর্দা।
নাকফুল হলে মুখফুল হতে আর কান-দুল হলে মুখ-দুল হলেই বা দোষ কোথায়!
তারিখঃ জুন ১০, ২০২০
রেটিং করুনঃ ,