নানান রোগে আক্রান্ত এমন বিশ্বের ছবি দেখেছি শিল্পীর আঁকা ছবিতে। আজ দেখছি নিজের চোখে রোগাক্রান্ত একটি পৃথিবী; রোগে শোকে শুকিয়ে যাওয়া একটি পৃথিবী আর এখন এখানেই আমাদের বসবাস।
দূরের ঐ আকাশ, নক্ষত্ররাজি, বিশ্ব-ব্রহ্মাণ্ড যেন ভুলে গেছে তাদেরই এক ক্ষুদ্র অংশীদার এই পৃথিবীটির কথা। কত হাহাকার কত শোক, কত জরা ব্যধিতে ভরা ! কত বিপদগ্রস্থ্য আজ এই বিশ্ব-ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র অংশীদারটি!
বিশ্ব-ব্রহ্মাণ্ডের মালিকের কাছে প্রার্থনা-
পৃথিবীটাকে ধুয়ে মুছে দাও রোগ মুক্ত হয়ে উঠুক দ্রুত; আবার হাসুক পৃথিবী খিল খিল হাসি রাশিতে, ঝলমল আলোতে, প্রাণ-বন্ত উচ্ছ্বাসে ঝর্ণা ধারার মত! মুক্ত আকাশে যেমন উড়ে চিল!
খেলার মাঠে শিশুরা, পড়ার ক্লাসে নতুন বিশ্ব গড়ার কারিগরদের মুখোরিত পদ-চারণা! শ্রমিকের মুখে সাফল্যের হাসি, কৃষকের গলায় প্রাণ জুড়ানো গান।
তারিখঃ জুন ০৮, ২০২০
রেটিং করুনঃ ,