১. “এই দিন দিন নয়, আরো দিন আছে এই দিনেরে নিবে তোমরা সেই দিনেরো কাছে” – কথায় হুমায়ূন আহাম্মেদ এবং কন্ঠে কদ্দুস বয়াতি। আহা.. কি আশা জাগানিয়া গান! কিন্তু এখন তো সেই পুরানা দিনেই ফিরে যেতে চাই!
দিন বদল করার একটা লেটেষ্ট ভার্সন চাই, আর জানতে চাই সামনে এখন কেমন দিন আছে !
২. ” যে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়
ভালো মন্দ মিলায়ে সকলি,” – রবীন্দ্রনাথ ঠাকুর।
কিন্তু এখন যে ভালোর দুয়ার বন্দ, মন্দের দুয়ার খোলা, হাজার হাজার মন্দের দুয়ার খোলা।
ভালো আর সৌভাগ্যের খবরের কোন দেখা নাই, শুধু ওৎ পেতে আছে কখন একটি শোচনীয় খবর আসে ! শোকের খবর, কষ্টের খবর, যত শত ক্ষতির খবর, মন্দ খবরের দেখা!
তারিখঃ জুন ০৭, ২০২০
রেটিং করুনঃ ,