লাল হলুদ সবুজ আর লক-ডাইনে আর কাজ হবে বলে মনে হয় না! শুধু একটায় ভরসা বিশ্ব যদি একটি ভ্যাকসিন হাতে পেয়ে যায় ! আর ধীরে ধীরে অনেক দেশের হাতে ভ্যাকসিন চলে আসবে আমাদের দেশ সহ।
এদেশের মানুষ যখন একবার ঘর বন্দী থেকে ঘরে বাইরে আসার স্বাদ পেয়েছে তখন তাকে আবারও ঘর বন্দী করাটা অনেক কঠিন, সাথে জড়িত জীবন জীবিকাও ! কোন না কোন ভাবে সিংহ ভাগ মানুষের আয় কমেছে ৯৯ ভাগ থেকে ০ ( শূন্য) এর কোঠায়, আবার অনেকেই নতুন ঋণে জর্জরিত !
অনেক সরকারীদের তো মূল বেতন দিয়ে জীবন চলে না, অনেকের ক্ষেত্রে উপরিটাই বড় লোভনীয় কিন্তু সেখানে বড় ভাটার টান!
তারিখঃ জুন ১৯, ২০২০
রেটিং করুনঃ ,