আজ প্রায় ৯০ দিন হলো ; কেউ বাসায় আসে নি বেড়াতে বা আত্মার টানে হোক নিকট আত্মীয়, স্বজন, বন্ধু প্রতিবেশী, কেউ নয়। মনে মনে চাই নি কেউ আসুক আর আসতে চাইলেও করুণ ভাবে বলতাম আর কয়েকটা দিন যাক তারপরে না হয় !
কারো কোন কঠিন বিপদে কারো পাশে আজ কি দাঁড়াতে পারব ! আমার কোন কঠিন বিপদে আজ কি কেউ কাছে আসবে ! উত্তর একটাই – না।
প্রিয় জনরা দূরে বা খুব কাছাকাছি থেকেও বহু দূরে। প্রিয় মুখ প্রতি মূহুর্তে দেখতে কার না ইচ্ছা করে! চোখে দেখার সেই আশা, হাতে হাত রেখে গভীর অনুভূীতি প্রকাশের বাসনা ! সবই আজ শুকিয়ে যাওয়া! ছুটে চলা জীবনের উচ্ছ্বাসের ঝর্ণা ধারা কই !
ধীরে ধীরে বেড়ে উঠা শিশুরা আজ কি ধারণা নিয়ে বড় হচ্ছে এই পরিবেশে! এই পৃথিবীকে নিয়ে ! কেউ তো তা জানে না।
ওদের আজ পাখি হওয়ার খুব ইচ্ছা, শুধু নিজের পরিবারটিকে সাথে নিয়ে উড়ে যেতে চায় এক মুক্ত পৃথিবীতে।
কতো আর সামাজিক দূরুত্ব ! মুখে মাস্ক ! কত আর সীমিত ! লাল সবুজের আর হলুদের ভাগাভাগি ! কত আতংক, ভয় আর অসহায়ত্ব !
আমরাও চাই আজ পাখি হতে উড়ে বেড়াতে চাই মুক্ত পৃথিবীতে !
তারিখঃ জুন ১৮, ২০২০
রেটিং করুনঃ ,