প্রিয় আত্মীয় স্বজনের সাথে, বন্ধুদের সাথে, পাড়া-পড়শীর সাথে, চোখের দেখায় যে বন্ধন তার দূরুত্ব দিনে দিনে দীর্ঘায়িত হচ্ছে। না কি মন থেকে হারিয়েও যাবে!! যেখানে এমনিতে কথা আছে চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়।
সেই চেনা বাড়ি, পাড়া, গলি, সড়ক, বাসা বাড়ির ঠিকানা নাম্বার এমনিতেই তো ভুলতে বসেছি !
” যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--” – রবীন্দ্রনাথ ঠাকুর।
সেই আড্ডা, হৈ হল্লোর, কথার পিঠে কথা সব খানেই তো ধুলা জমেছে, সবচেয়ে বেড়াতে যাওয়ার প্রিয় বাড়িটির দরজায় কাঁটালতা উঠেছে, ফুলের বাগানে ভরেছে অগাছায়, প্রিয় যে দিঘির পাড় সেথানেও তো শ্যাওলা জমেছে !
ঘরের দরজা খুলে প্রাণ খুলে মুক্ত বাতাসে কবে দিব এক পাগল করা দৌড় !!!
তারিখঃ জুন ১৭, ২০২০
রেটিং করুনঃ ,