মল্লিকাকে আর না দেখার দিন প্রায় খুব কাছাকাছি; এমনটা দিন প্রায় আগত যে মল্লিকার সাথে আর দেখা না হওয়া। এখন থেকে শুরু হয়েছে একটি আশংকা ! কেমন থাকবে স্মৃতির ভান্ডার কেমন থাাকবে দেখার আকুলতা ! যে লেখা না ফুরানোর এক কাব্য কথা সে অন্তরালে চলে যাচ্ছে বেশ ষ্পষ্ট ভাবে।
দেখার যে সুখানুভূতি তা আর স্থায়ি হলো না, দ্রুতই ফুরিয়ে যাচ্ছে এবং যায়, জন্ম নিবে একটি হাহাকারের যার কোন শেষ নেই।
মল্লিকা দেখা পাবে তাপসের সাথে নিয়মিত তাই দেখা হওয়া আর না হওয়ার মধ্যে তার নেই কোন ফারাক !
মল্লিকাকে নিয়ে যে সূচনা কথা লিখার শুরু হয়েছিল হঠাৎ করেই তা সামাপ্তিতে ! লেখার ধারা আর দীর্ঘ হওয়ার কথা নয়। ভাবনার জগতে থাকারও কথা নয়, জীবনটা এমনই এক সময় যা খুব উজ্জল ও প্রাণ বন্ত থাকে, সারা দিনমান, প্রতি ক্ষণে নিঃশ্বাসের সাথে যার বন্ধন তা ম্লান হতে সময় লাগে না।
জীবনে অনেক চরিত্র থাকে, জীবনের সাথে মিশে যায় কিন্তু জীবনের সব চরিত্র মল্লিকা নয়, মল্লিকা জীবনের একটিই চরিত্র ! ভিন্ন ধারার ভিন্ন মাত্রার, মল্লিকা থাকুক অসীমের ধারায় জীবনে যতকাল।
তারিখ: নভেম্বর ০৫, ২০২০
রেটিং করুনঃ ,