বেশ বহু কাল ধরে তা তো অন্ততঃ একটি বছর তো হবেই মল্লিকা বেশ ম্লান ছিল মনের আকাশে, কিন্তু হঠাৎ করে মল্লিকা এখন বেশ একটি উজ্বল তারকা।
সামনে প্রায় প্রতি দিনের কার্যক্রম চোখে পড়ে, আড়ালে ঢাকা পড়ে না বললেই হয়। কন্ঠ স্বর ভেসে আসে আসে খুব সহজেই। একটি স্বচ্ছ্ব তারার মত জ্বল জ্বল করে সে মনের অসীম আকাশে।
এক বিন্দু দেখার আশায় বহু প্রক্ষিত সময় কেটে যেতো এক সময় কষ্টে, অসহায়ে আজ তা সহজ লভ্য অনেকটা বাতাসের মত, হাত বাড়ালেই চোখে দেয় ধরা, বাস্তবে এখন তার তার প্রতিটি চলাচল, যদিও জানা নেই এই সহজ লভ্য দেখার ধারা কত দিনের জন্য তা জানা নেই আর এটাই ভয়ের কারণ। হারিয়ে যাওয়ার ভয়ের কারণ।
মল্লিকা ম্নান হয়ে আসলে সে জায়গায় শুভ্রাময়ি যে স্থান করে নিয়েছিল সেই শুভ্রাময়ি এখন ম্লান; মল্লিকা সেখানে বেশ ষ্পষ্ট ও উজ্বল – বিচিত্র এই পৃতিবীতে মন বদলের এই পৃথিবীতে মল্লিকা আরো উজ্বল হয়ে থাকুক এটাই প্রত্যাশা; তাপস এখনো প্রাণ-বন্ত মল্লিকাকে নিয়ে মল্লিকাও।
তারিখঃ সেপ্টম্বর ০৮, ২০২০
রেটিং করুনঃ ,