শেষের চার দিন ছুটি কাটিয়ে বছরের প্রথম দিনটিতে ইংরেজী নব-বর্ষ ২০২০ সালের মল্লিকা আজ অফিসে এসেছে, অফিস কর্মের জায়গা হলেও তার জন্য অলস সময় কাটানো মাঝে মাঝে যোগাযোগের এ্যপের মাধ্যমে তাপসের খানিক সময় পর পরই যোগাযোগ রেখেছে, যদিও তাপস তেমন সময় দিতে পারে নি।
গত রাতে নব-বর্ষের সূচনা লগ্ন থেকে আধা ঘন্টারও বেশি যোগাযোগ রেখেছে তার তাদের নিজ নিজ বাস স্থানে ঘুমিয়ে যাওয়া।যতই রাত হোক অফিস ধরার জন্য তাকে বেশ সকালে বিছানা ছাড়তে হয়। এই বিষয়টিতে সে বেশ সময় সূচিকে গুরুত্ব দিয়ে থাকে। এখান থেকে তার আয় অর্জন সংসার চালানো, সমাজিকাতা রক্ষা, পরিবারের কাছে সঠিক সে।
মল্লিকাকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর ইচ্ছা ছিল, পরে সময়ের পরে সময় চলে যাওয়ায় তাকে আর ফোন করা হয় নি, উচিতও ছিল না। সেখানে আমার আর ভারী ভাব থাকে না এক ধরণের হালকা হয়ে পড়ি। উপহারের বিষয়ে আর কথা না বলাই ভালো, মল্লিকার প্রয়োজনে মল্লিকা তার প্রয়োজনের কথা জানাবে। মল্লিকা জানুক তার চলাচলে আমার কোন পর্যবেক্ষণ নেই অথচ অতন্দ্র প্রহরীর মত আমার পর্যবেক্ষণ। জানার জন্য তাকে সঠিক ভাবে আবিষ্কার করা তার চলাচলের প্রতি গভীর আগ্রহ আমার।
একা হয়ে যাওয়ায় মল্লিকা এখন প্রায় একটি বিষ্ফোরকের মত কোন একটি রটনা শুরু হলে তা বিদ্যুত গতি ছড়িয়ে পড়ে সারা অফিস পাড়ায়, বেশ একটি উঁচু স্তরে উঠে অনেকের পরিচিত হয়ে তাপসের সাথে জড়িয়ে পরার পরে অনেকেই এড়িয়ে চলে শুধু ব্যতিক্রম ! তাপসের প্রতি যে বন্ধত্বের হাত বাড়িয়ে দিয়েছে যে বিশ্বাস স্থাপন করেছে তা আজও সঠিক ভাবে রক্ষা করে চলেছে অনেক গোপনীয়তা রক্ষা করে।
তারিখঃ জানুয়ারী ০১, ২০২০ (শ)
রেটিং করুনঃ ,