মল্লিকাকে আজ দেখার শেষ দিন, সময় দাঁড়িয়ে আছে দুয়ারে শেষ বিন্দু দেখার অপেক্ষায় তারপর থেকে সূচনা হবে আর না দেখার প্রহর।
এখনো কন্ঠ স্বর কানে আসাটা খুব স্বাভাবিক ভাবেই আসছে। প্রতি ক্ষণের বিচরণ, উপস্থিতি খুব স্পষ্ট কিছু সময় পরের চলে যাবে সবই গভীর অতলে যেখান থেকে ফিরে আসা আর হবে না, মনে যতটুকু ধারণ করা হয়ে আছে এটাই শেষ সম্বল আশ্রয় হয়ে থেকে যাবে বাকি জীবনে।
নিবিড় আর একাগ্রহ চিত্তে দেখার একক অধিকারের সুখ টুকুর মধ্যে যে এ অসাধার বিজয় আজ তা স্পষ্ট যা এখন হারিয়ে যাওয়ার অপেক্ষায়। শেষ বেলার বেগুনি রঙের সাজ গোজটাও ছিল অসাধারণ
প্রতি মূহুর্তের যে আগ্রহ তার কারণ বুঝিনি কখনো আর কখনো বুঝাও হবে না, যত টুকু জেনেছি তা কেবলি এক রহস্যের ঘোর। এটা আরো সৌভাগ্যের বিষয় হোত যদি ক্রমাগত ভাবে এক রহস্যের ধারায় চলতো। জানি তা এক অজানা এক রহস্যের ঘোর ধরেই চলবে যে কোন চাওয়া পাওয়া নেই।
সৌভাগ্যে পাওয়া দিনের সমাপ্তি আজ, শুরু হলো থেমে যাওয়া স্বপ্নের দিন, আশার দিন, উচ্ছ্বাসে ভরা লেখার দিন, অনুভূতি থেমে যাওয়ার দিন; যেন সব কিছু সমাপ্তির দিন।
বিদায় মল্লিকা বিদায় !
তারিখঃ নভেম্বর ২৭, ২০২০
রেটিং করুনঃ ,