মল্লিকা সূচনা কথা – এগারো
ইদানিং আর আড়াল হয় না মল্লিকা, ঠিক দৃষ্টি যে দিকে সেই দিকেই তার অবস্থান, চোখ ঘুরানোর আর প্রয়োজন হয় না, ঠিক চোখের সামনে যেমন পেক্ষাগৃহের পর্দা, যা ঘটছে সবই নজরে। সেই ঘনো অরণ্য চুল, বাহারি সাজ সজ্জা, নান্দনিক চলাচলে মনে প্রফুল্লতা যোগায় দিনের কর্ম ব্যস্ত সময়ে। তার হাজের ব্যস্ততার মাঝেও তেমন আর আড়ালো হয় না। প্রতি ক্ষণের দেখায় দৃষ্টি নিক্ষেপে মনে যোগায় সাহস, বেঁচে থাকার প্রবল ইচ্ছা। জীবনের যে সময়টাতে হতাশা নেমে আসে, ম্লাণ ছায়া ফেলে সেই সময়টিতে ফিরে আসে সেই আলোকিত ক্ষণ দিন, যেখানে খেলা করে আনন্দ মেলা, সুখের অনুভূতি ! বরাবরের মত এ যে এক জীবন রহস্য যার কোন সীমানা মেলে না, কোন উপসংহার।
তার জীবনে কিছু দিনের জন্য হয় তো তাপস নিঃরব, জীবনের চলার পথে এমনটা হতে পারে তবে তা আমার ভাবনার কোন বিষয় না, মল্লিকাকে নিয়ে লিখে যাওয়ার ভূবনটাই আমার কাছে মহা মূল্যমানের এখানে যাতে কোন বিঘ্নতা বা প্রত্যয় না ঘটে। মল্লিকা হোক নিয়মিত একটি লেখার বিষয়, তার থেকে যা পাই তা যেন হয় সম্পদ বেঁচে থাকার বড় শক্তি। কখনো যেন থেমে না থাকে লেখার শক্তি হারিয়ে না যেন লেখার উৎসাহ, লেখার ধারা, মল্লিকা হয়ে উঠুক জীবন পর্বে বড় একটি লেখার ধারা, হয়ে উঠুক একটি লেখার পর্ব যা মিলে যায় জীবনের স্রোতে।
মল্লিকা হোক একটি অধ্যায়, শেষ বেলায় একটি সাথর্ক জীবনের সূচনা, একটি পথ যার সমাপ্তি উজ্বলে, আলোতে।
তারিখঃ সেপ্টম্বর ৩০, ২০২০
রেটিং করুনঃ ,