মল্লিকা সূচনা পর্ব আকারে পর্ব এক দুই এই ভাবে মোট পরেনোটি পর্ব লিখার আর ভাবি নি সূচনা পর্বের সমাপ্তি ঘটবে ! বরং মল্লিকা সূচনা পর্ব আকারে লিখতে লিখতে এক হাজার পর্ব লেখার আশা ছিল। নিয়মিত ভাবে লিখে এক হাজার মল্লিকা সূচনা পর্ব লিখে শেষ করা যেত, মল্লিকাকে নিয়ে লেখা ফুরাবার মত নয় যে ছিল অফুরন্ত লেখার রশদ!
সূচনা থাকলে সমাপ্তি থাকে কথাটি সত্য হলো আজ ২৪শে ডিসেম্বর ২০২০। মল্লিকারও জানা ছিল না কয়েক মিনিট আগেই আজই তার কর্মস্থলে শেষ দিন শেষ অধ্যায়! তবে কর্ম-স্থলের আবহাওয়া বেশ বুঝা যাচ্ছিল যে কর্ম-স্থলে মল্লিকা দিন ফুরিয়ে আসছে অবশেষে তাই হলো।
মল্লিকা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অনেক পারদর্শি আশাবাদ যে সে সব কিছু গুছিয়ে নিয়ে জীবনের এই ধাক্কাটি সামলিয়ে নিতে পারবে। তারপরও অপেক্ষা করতে হবে তার সব কিছু কি ভাবে সামলিয়ে চলে ! নিশ্চয় জব চলে যাওয়াটা তার জীবনের বড় একটি দু:খ বোধ। সেই দু;খ বোধকে মানিয়ে নিতে আজ থকে নতুন পর্ব আকারে লিখতে হচ্ছে মল্লিকা সমাপ্তি পর্ব এক এবং ধারাবাহিকতা বজায় রাখতে পর্ব দুই তিন এই ভাবে।
মল্লিকা সমাপ্তি পর্ব এই কারণে যে মল্লিকাকে আর চোখে দেখা হবে না অথচ এক পলক দেখাটাই ছিল জীবনের সব চেয়ে প্রশান্তি সুখ-কর মুহূর্ত হয় তো সেল ফোনে কথা হবে আর কথা বলাটাই বা কত ঝুঁকি মুক্ত তাও নিশ্চিত নয়। তবুও আশাবাদ শান্ত দীঘির মত মল্লিকা সমাপ্তি পর্ব সৌন্দর্য বিলিয়ে যাবে শব্দের গাঁধুনিতে, লেখার লাইন বিণ্যাশে।
তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২০
রেটিং করুনঃ ,