মল্লিকা পর্ব শেষ হতে তেমন একটা পথ পাড়ি দিতে হবে না, খুব সাবলিল ধারায় সমাপ্তি বিন্দুতে সব কিছু স্থির হয়ে থাকবে। যোগাযোগের ভরসা এখন শুধু সেল ফোন, না এখন দেখা হওয়া, না এখন কথা বিনিময় !
মল্লিকা জীবনে আলোকিত হতে, সৌন্দর্যের ভান্ডার হতে, জীবনী শক্তি বাড়াতে, জীবনকে প্রফুল্লতা দিতে উচ্ছ্বাস দিতে কয়েটা বছর সময় লেগেছিল, যার কোন দিন ফুরিয়ে যাওয়ার কথা ছিল না, সে আজ ফুরানোর পথে উত্তাল ঢৈউয়ের সমুদ্র যেন মরু-ভূমির পথে।
চোখের আড়াল হলে মনেরও আড়াল হয় – এটি খুব স্বাভাবিক এবং তা খুব সহজে হবে। যদি কোন বাসনা মোহ থেকে থাকে তবে তা কেটে যাবে এটি পৃথিবীর নিয়ম।
স্মৃতি বলে যে বিষয়টি থাকে তার গতি নির্ণয় করা কঠিন ভবিষতের অবস্থানটি স্মৃতি দিয়ে নির্ধারণ হবে।
সেল ফোনে আবারও আজ কথা হলো, কর্ম-স্থলের সব টাকাই একবারেই পেয়েছে, কিছুটা চিন্তা-মুক্ত। কোথাও কাজে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে মনে হয় এটি নিজেকে আড়াল করার একটি চেষ্টা মাত্র। কথার মধ্যে ছিল নিজের আত্ম-বিশ্বাসের কথা। সম্ভবনাময় আগামীদিনের কথা।
মল্লিকা ভালো থাকুক তার ভাবনার মত তার পরিকল্পিত দিনের মত। উচ্ছ্বসে, প্রফুল্লতায়।
তারিখ: জানুয়ারী ০৯, ২০২১
রেটিং করুনঃ ,