ভালো লাগার মত যা, মন্দ যা লাগার-
এইসব মিলিয়ে তোমাকে দেখার কথা থাকলেও
জানার কথা থাকলেও, বুঝার কথা থাকলেও
তোমার ভালো লাগার দিক গুলিই আমার কাছে প্রবল।
মন্দকে ভুলেছি, কি এমন ব্যাখ্যা তার !
মন্দ বিলুপ্ত হয়েছে যেখানে ভালো লাগা বোধ প্রবল।
তোমার সকল ভালো লাগার প্রতি আছন্ন হয়ে
তোমাকেই গড়েছি নিঁখুত একজন শিল্পী হয়ে।
আজ আর আমার কি সাধ্য আছে !
চোখে কি আলো আছে তোমার মন্দ কিছু দেখার!
হৃদয়ে যে আলো সেই আলোতে কি ধরা পড়ে তোমার মন্দ কিছু !
মননে যে জ্ঞান সেই জ্ঞান কি নিরক্ষণ করে !
কিছুটা তুমি মন্দে গড়া !
আমার চোখের আলোয়, হৃদয়ের আলোতে, মননের জ্ঞানে
শুধুই যে তুমি সব ভালো দিয়ে গড়া, মন্দরা যেখানে নিয়েছে বিদায়।
চোখের আলো, হৃদয়ের আলো, মননের জ্ঞান সবই নিরপণ করেছে
আমার কাছে যা সত্য শুধু তাই দিয়ে, তুমি গড়া।।
তারিখঃ মার্চ ২০, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,