ঠিক সামনেই প্রার্থনার সমাবশ ঘটে প্রতি নিয়তই
অগ্রায্য করি কি ভাবে! সমবেত প্রাথর্ণায় মগ্ন হই।
সকল সময় তুমি আমার অন্তর দখলে তাই-
তোমার ভাবনায় মগ্ন হই, প্রার্থনার মত।
একদিন বেশ বুঝেছি
অনেক আগেই এ যাত্রা শুরু হয়েছে
কখন যে তোমার অন্তরে ঠাঁই নিয়েছি
অত্যাচারী শাসকের মত
কোন অনুমতি না নিয়ে।
যেমন শাসকের যাত্রা শুরু হয় সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ জয়ের ।
মনের অজান্তে আমারও যাত্রা শুরু তাই।
ভাবনায় মগ্ন হয়ে, প্রার্থনার মত
অন্তরে ঠাঁই নেওয়াটা অন্যায়ই ছিল, উপায় ছিল না বলে
অত্যাচারী শাসকের মত তোমার অন্তরে ঠাঁই নেওয়া
জোর জবরদস্তির আশ্রয় নেওয়া।
আজ অনুতপ্ত হয়ে নতজানু হয়ে প্রার্থণায় বসি !
তোমাকে নিয়ে মনে বসতি গড়ে একটু শান্তি পাব এই আশায়।
বড় নিবিড় সুখ পাব, সাবলিল ধারার প্রেম পাবো
হৃদয় ভরা এই আশায়।
তারিখ : নভেম্বর ২৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,