আজ শিশু কিশোর নিয়ে লেখার দিন। ইংরেজীতে কিছুটা আনান্দের রঙ মিশিয়ে দিলে সেটা শিশু কিশোরদের ইংরেজীতে কিছুটা আগ্রহ বাড়ার কথা। আজকের লেখাটা শিশু কিশোরদের জন্য।
শিশু কিশোররা চল একটু ইংরেজীর ভিতরে চলে যাই।
আমাদের দেশে আমরা কিছু কিছু English শব্দ ব্যবহার করি শব্দগুলি ভিন্ন বা অভিন্ন হলেও বাংলা অর্থ এক। এ গুলিকে আমরা বলি Great Britain বা UK এর English শব্দ ও American English শব্দ। এগুলির ব্যবহার আমাদেরকে কখনো কখনো কিছুটা বিভ্রান্ত করে।
যদি কখনো কোন Britain বা UK নাগরিককে চিঠিতে Fall লিখে ঋতু বুঝাতে চাই। যদি Honor লিখি সন্মান বুঝাতে চাই। color লিখি রঙ বুঝাতে চাই। তখন তারা আমাদের উপর একটা বিরুপ ধারণা পোষন করেন। ওনারা Autumn, Honour, Colour লিখলে বা বললে খুশি হয়।
ঠিক তেমনি আবার যদি কখনো কোন American নাগরিককে চিঠিতে Pub লিখি পানশালা বুঝাতে। যদি Centre লিখি কেন্দ্র বুঝাতে। Labour লিখি শ্রম বা শ্রমিক বুঝাতে। তখন American রাও আমাদের উপর একটু বিরুপ ধারণা পোষন করেন।
আমাদের আগে যারা English শিখেছেন আমাদের দাদারা, পিতামাতারা, শিক্ষকেরা ওনারা Great Britain বা UK শব্দ শিখেছিলেন , কিন্তু বিশ্বায়নের এ যুগে, কম্পিউটার ব্যবহারে আমাদেরকে এখন American শব্দ গুলি বেশি শিখতে হচ্ছে।
মূল পার্থক্যটা হয়তো থেকেছে কতকগুলি রাজ্য নিয়ে যুক্তরাজ্য, আর কতকগুলি রাষ্ট্র নিয়ে যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্যের ও যুক্তরাষ্ট্রের ব্যবহারিত কতকগুলি English শব্দ পৃথক ভাবে উল্ল্যেখ করা হল।
Spelling বা বানানের দিক দিয়ে
Analyse – UK তে ব্যবহার হয়।
Analyze – America তে ব্যবহার হয়
একই অর্থ বিশ্লেষণ।
Plough UK তে ব্যবহার হয়।
Plow – America তে ব্যবহার হয়
একই অর্থ লাঙল।
Speciality – UK তে ব্যবহার হয়।
Specialty – America তে ব্যবহার হয়।
একই অর্থ America টিতে আকটি ( i) আই কম
programme – UK তে ব্যবহার হয়।
Program – America তে ব্যবহার হয়।
একই অর্থ, America টিতে me কম
Jewellery – UK তে ব্যবহার হয়।
Jewelery – America তে ব্যবহার হয়।
একই অর্থ America টিতে একটি ( l) এল কম।
এমনি অনেক শব্দ আছে।
Great Britain বা UK তে Grill , Hoarding (Large outdoor signboard) , Mad, Sweet, Flat ( বাড়ি) শব্দগুলি বলে।
একই অর্থের শব্দ America তে Boiler, Bill board (Large outdoor signboard), Crazy, Desert
শব্দগুলি বলে। অর্থ একই।
একই অর্থ কিন্তু বানান ভিন্ন।
Centre, Metre UK তে ব্যবহার হয়।
Center Meter – America তে ব্যবহার হয়।
UK তে Lorry, America তে Truck, আমরারও বলি, লিখি Truck কিন্তু এখনো ভারতে বেশিরাই বলে Lorry।
শিশু কিশোররা আবার কথা হবে বৃহস্পতিবার। সকলে ভালো থাকবে তোমরা।
রেটিং করুনঃ ,