হৃদয়ে যে দাপিয়ে বেড়ায় সে কে !
কোন ছলে হৃদয়ে দাগ কাটে সে –
যাকে যায় না ধরা যায় না ছোঁয়া
কেন সে হয় না স্বচ্ছ কেবলি ধোঁয়া !
ধরিতে গেলে সে দূরে চলে যায়-
দূরে গেলে সে এসে সমুখে দাঁড়ায়।
যদি সে হয় আড়ালে বিষেও মাখা
তবুও মনে হয় সে অমৃতে ঢাকা,
তৃষ্ণা জাগে তাই সেই বিষ পানে
প্রাণে মনে সব খানে কি এক অশান্তি হানে।
যতক্ষণ সে বিষ হয় না পান
তপ্ত দাহে পুড়ে যায় যে প্রাণ!
তৃষ্ণা মিঠাতে, হৃদয়ে শান্তি দিতে
প্রাণ চেয়েছে তাকে হৃদয়ে বাঁধিতে,
কি ধারালো তার কাটিবার ধার!
কে ছিল সে! ছিল সুক্ষ্য তরবার।
কখন হয়েছি দ্বি-খন্ডিত আসে নাই চেতনায়
হৃদয়ে সে দাপিয়েছে, সে তার আপন নেশায়।
প্রেম যদি আছে কভু গাছে ভ্রান্ত রূপ রঙ রসে
যদি ছোঁয়া নাও যাবে জীবনের ভুল অঙ্ক কষে।।
এমন ভ্রান্ত প্রেম ছলনা রঙ রসে কখনও কখনও আসে,
অমৃত না বিষ ! না ভেবে অনেকে ভালোবাসায় ভাসে।
পরিণতি কি তার সময় থাকে না আর সুখ কি অনল ভাবিবার
জানে মরিবার ভুলে যায় পরিবার পিছনে হয় না আর ফিরিবার।।
তারিখঃ সেপ্টম্বর ০৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,