সে এক ভিন্ন কথা।
অন্য একজনের প্রমিকা হওয়াই যায়
কিবা তাতে গুরুত্ব এমন !
ঈর্যাকে দমন করা আমার খুব সাজে
ভিন্ন কথা সেটাই
লোভহীন, ঈর্যাহীন হয়ে আমি বলতে পারি খুব
তোমার ভালো থাকা, আমার ভালো থাকা একই রেখায় কিন্তু
যদি কোন শকূনের তীক্ষ্ণ নখে
ক্ষত-বিক্ষত হয় তোমার নরম হৃদয় !
যে হৃদয় দিয়ে খুব সহজে পারাজিত করেছিলে একদিন আমাকে।
পণ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞায় একাকার ছিলাম সেইসব দিনে
কি হয় ঐ সব ভেঙ্গে গেলে যেমন তোমার প্রতিজ্ঞা !
থাক !
তোমার মঙ্গল আশায় স্থির থেকেছি আমি
নক্ষত্র মন্ডলীর মত
কথা দিলে তা ফিরত নেওয়া যায় না, তা
মেনে নক্ষত্র মন্ডলীর মত স্থির হয়ে থাকাটা আমার।
মন তোমার এলোমেলো হোক, ভাঙ্গুক তোমার পণ
নিজ প্রয়োজনে ভাঙ্গুক একে একে পণ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা হঠাৎ ঘটে যাওয়া ভূ-কম্পের মত।
তাই কথা ফিরিয়ে নাও, আকাশে মেঘের চলাচলের মত।
নানান রঙের মত, নানান আকারে
অভিযোগ আনি নি কখনও যে ভাবে মা আনে না সন্তানের উপর।
তারিখ: জুলাই ০৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,