ভাষা ভাষাজ্ঞান প্রচুর শ্রম ও নিষ্ঠার ফল। এমনকি মাতৃভাষাকেও আয়ত্তে আনতে হয় শ্রমিকের মত করিয়ে। অনেকের ধারণা, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা তাই এ-ভাষা লেখার জন্যে বিশেষ কোনো উদ্যোগের প্রয়োজন নেই, কাঠখড় পোড়ানোর বালাই নেই। মারাত্মক ভুল তাঁদের এই ধারণা। যিনি মনে করেন, ‘আমিতো ভালোই বাংলা জানি, এ আবার নতুন করে শিখবো কী’, তিনি সাধারণ একটি প্রবন্ধ লিখতে গিয়ে রীতিমতো হিমশিম খান। তিনি যদি বিনয়ী হন তাহলে সেই মুহূর্তে নিজের ভাষাজ্ঞানের শোচনীয় সীমাবদ্ধতা লক্ষ করে সেই প্রবন্ধ রচয়িতা নিঃসন্দেহে লজ্জিত হয়ে পড়বেন। এবং বাস্তবিকই তিনি যদি এই সীমাবদ্ধতা টপকে ভাষাজ্ঞানকে সমৃদ্ধ করতে চান, তাহলে তাঁকে হতেই হবে যত্নবান ও শ্রমশীল। নইলে তাঁর বাক্যবন্ধ থেকে যাবে নড়বড়ে, ব্যাকরণের আবর্তে তিনি হরহামেশাই খাবেন ঘুরপাক। তাঁর খাতার পাতা হবে প্রমাদ কন্টকিত।
—- শামসুর রাহমান
সূত্র: সংগৃহিত।
তারিখ: এপ্রিল ১৬, ২০২১
রেটিং করুনঃ ,