ক্রমাগত ভাবে মাথায় ভালো, সৃজনশীল চিন্তার সমাবেশ ঘটানো যায় কিন্তু সস্তা চিন্তা ধারা অবাধ ভাবে ঘুরে বেড়ায় বলে সেইগুলি আমাদের মাথায় প্রবেশের সহজ সুবিধা পায়।
ভালো, সৃজনশীলতাকে ধরে রাখা বেশ কঠিন যা একাগ্রতার মাধ্যমে, কঠোর প্ররিশ্রমের মাধ্যমে আত্ম-বিশ্বাসের মাধ্যমে ধরে রাখতে হয় তাই এই কঠিন গুণাবলি মাথা থেকে পালিয়ে যেতে সদা ব্যস্ত থাকে আর সেখানে স্থান নেয় সস্তা চিন্তা ধারা। এই সস্তা চিন্তা ধারা সংখ্যায় বেশি হওয়ার কারণে এরা বেশি সংখ্যক মানুষকে সহজে বশ করে ফেলে তাই আলোকিত মানুষের বদলে অন্ধকার চিন্তা ধারার মানুষের সংখ্যা বেশি।
ভালো ও সৃজনশীলতা চিন্তা ধারাকে নিজের মাথার মধ্যে রক্ষিত করে রাখতে গেলে নিজেকে বন্দী দশায় থাকতে হয় ভালো ও সৃজনশীল চিন্তার কারাগারে; যেখান থেকে নিজেকে মুক্ত করে নিলে নেই জায়গায় খুব দ্রুত বেগে প্রবশ করতে থাকবে সস্তা চিন্তা ধারা যা চিন্তা ও চেতনার দিক দিয়ে মানুষকে করে নিচ মুখি বা নিন্ম মানের।
দুঃখ প্রকাশ করা অর্থহীন আর এই কারণে জগতে নিন্ম মানসিকতার ও ব্যর্থ মানুষের সংখ্যাই বেশি যদিও খুব সাবলিল ভাবে অনেক মানুষই সফল মানুষ হয়ে বেড়ে উঠতে চায়, চায় ভালো, সৃজনশীলতাকে ধরে ধরে জীবনের সময়কে ব্যবহার করতে। আশবাদী হয়ে থাকাটাই বড় কথা যেন সকল সময়ই ক্রমাগত ভাবে মাথায় ভালো, সৃজনশীল চিন্তার সমাবেশ ঘটানো। সঠিক চেতনা থাকলে একজন মানুষ ভালো, সৃজনশীল চিন্তার ধারার মানুষ হয়েই বেঁচে থাকবে।
তারিখঃ অক্টোবর ১৬, ২০১৯
রেটিং করুনঃ ,