এই বিশ্বে শুধু মাত্র একজন বিপরীত লিঙ্গের মানুষের প্রতি একমাত্র তুলনাবিহীন ভালোলাগা অথচ বিশ্বে কোটি কোটি বিপরীত লিঙ্গের বসবাস। এর কারণটি খুঁজে পাওয়া গেলেও হয় তো তার ব্যাখ্য আমাদের মনের মত হয় না।
মনের মত হওয়ার কথাও না কেননা এই ভালোলাগার মানুষটির প্রতি এতই তীব্র ভালোলাগা বা ভালোবাসা বোধ যে তা এই আমাদের ক্ষণ কালের বসবাসের পৃথিবীতে তা ভাবার সময়ই বা কোথায় !
ভালোবাসার মানুষের মধ্যে মনগত, দেহগত, বয়সগত ভাবে বেশি ভাগ ক্ষেত্রে একটি মিল থাকলেও অনেক ক্ষেত্রে কোন মিলও খুঁজে পাওয়া যায় না অথচ একে অপরের প্রতি এক সীমাহীন অসীম ভালোবাসার বন্ধন। শুধুমাত্র একটিবার দেখায়, একটি বার কথা বিনিময়ে কিম্বা একাধীকবার দেখার, অনেক কথা বিনিময়ে এই অসীম ভালোবাসার বন্ধনের সূত্রপাত।
মনগত, দেহগত, বয়সগত গন্ডি ভেদ করে কখন কি ভাবে কোন মাধ্যমে কোন অছিলায় ভালোলাগা বা ভালোবাসার বন্ধনের সূচনা তা অজানাই থেকে গেছে আবার কখনও কখনও কতকগুলি বৈশিষ্ঠের প্রভাবের কারণে অস্বাভাবিক ভালোলাগা বা ভালোবাসার জন্ম হয় যে ক্ষেত্রে আশেপাশে যারা থাকেন তারা বিষয়টি আঁচ করতে পারেন আবার পরামর্শ ও নিজেদের পরিমন্ডলে আলোচনাও করেন।
কিন্তু যারা ভালোলাগা বা ভালোবাসার পাত্র-পাত্রী তারা অজানার মধ্যে থেকে এক সময় বুঝতে পারেন তারা একটি বন্ধনে আবদ্ধ হয়েছেন তখন নিজেদের মধ্যে বিষয়টি গোপন না রেখে সবাইকে জানান দেওয়ার প্রস্তুতি গ্রহন করে বা আপনা-আপনি বিষয়টি পরিমন্ডলের মধ্যে জানাজানি হয়ে যায়।
এই যে ভালোলাগা বা ভালোবাসার পাত্র-পাত্রী সব সময় দুজন না হয়ে কখনও কখনও এক জনই হয় কখনও প্রাত্র একা, তার ভালোলাগা বা ভালোবাসার পাত্রী কিছুই জানে নি আবার কখনও ভালোলাগা বা ভালোবাসার পাত্র পাত্রীর মনের কথা বুঝতে পারে নি।
এই অজানা রহস্য যতই আমাদের কাছে ষ্পষ্ট হতে থাকুক না কেন এই অজানা রহস্যের মধ্যে আছে এক অসাধারণ ও অপূর্ব ভালোলাগা বা ভালোবাসাবোধ যা মনগত, দেহগত, বয়সগত গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না।
তারিখ : মে ০৯, ২০১৮
রেটিং করুনঃ ,