আধেক ভালোবাসা বাসা বেঁধেছিল নীরবে
ভালোলাগা থেকে-
থেকেছে অপূর্ণতা অনেক।
কাছে পাওয়া, একান্ত কাছে
নিভৃত কোন নির্জনে
খুব দূরে ঢেউয়ের তালের সুর
বৃষ্টি শেষে যে হাওয়া বয়ে যায়
তরতাজা ফুলের ঘ্রাণ যেখানে বানায়
সুগন্ধির সমুদ্র।
দহন দাহ উড়ে গিয়ে শ্রাবণ ধারা
আসে নিয়ে মাতাল ছোঁয়ার বাসনা।
কুৎসিত ঘুটঘুটে অন্ধকার হারিয়ে যেখানে
জোনাকি নামায় ঝিকিমিকি আলোর মেলা
সেখানে এসো অন্ততঃ একবার
পূর্ণতা পূরণের দুয়ার আছে এখানে।
দুঃখরা হারায় তুমি আসবে তাই
রঙিন বেলুন উড়ে আকাশ জুড়ে আপন খেলায়।
কষ্টরা ফিরে যেতে চায় তুমি আসবে তাই
প্রফুল্লতা ভর করে ঝর্ণা ধারায়, নদী স্রোতে আপন ধারায়।
একবার এসো অন্ততঃ
সংসার প্রথা, সমাজ ধারা
বন্দী কি রাখে না! অনেক অপূর্ণতার বাঁধনে!
পূর্ণ ভালোবাসায় বাসা বেঁধে
এখানে এসে ভালোলাগার পূর্ণতা দিও ভালোবাসায়
সব পুরুষ কি শঠ প্রতারক প্রমিক হয় !
প্রেমিক পুরুষ কি একজনও নেই!
সব নারী কি তবে ভুল পথে ছুটে !
সুখের সাগরে কি নারী পায় নি ঠাঁই!
ভরসা রেখো, যদি বিশ্বাস না রাখতে চাও।
ভরসায় বিশ্বাস মিলবে একদিন
সকলে শঠ প্রতারক প্রমিক নয়।।
তারিখঃ নভেম্বর ০৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,