এ সব ইতিহাসে পড়া, প্রায় দুই শত বছরের ইতিহাস – গজনীর সুলতান মাহমুদ থেকে শুরু করে ঘোরী বংশ, কুতুব উদ্দিন আইবেক, ইলতুতমিশ এবং তার কন্যা সুলতানা রাজিয়া এর পর গিয়াস উদ্দিন বলবন ও খিলজি পরিবার – জালাল উদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি এর পর তুঘলোক বংশ্। ইতিহাস থেকে জানা যায় ১১৩২ সালের দিকে কুতুব উদ্দিন আইবেক কুতুব মিনারের কাজ শুরু করেন আর শেষ করেন ইলতুতমিশ ।
২৩৮ ফুট উচু কুতুব মিনার অতি মূল্যবান পাথরে প্রায় হাজার বছর ধরে দাড়িয়ে আছে দিল্লিতে।
পবিত্র কোরাণ শরীফের আয়াত লিখা কুতুব মিনারে
কুতুব মিনারের নক্সা ও দরজার কাছে মানুষকে বড় ক্ষুদ্র মনে হয়।
বই এর পড়া, ছবির দেখা কুতুব মিনারকে নিজ চোখে মিলিয়ে নিচ্ছেন পর্যটক।
কুতুব মিনার প্রাঙ্গনের আরও কিছু স্থাপনা
কুতুব মিনার প্রাঙ্গনের কিছু ধ্বংস প্রায় স্থাপনা, যা এখন ইতিহাস।
ইসলামী নক্সার নিদর্শন ও দেওয়ালের লিখন।
ভ্রমণের তারিখ : অক্টোবর ৩১, ২০১২
রেটিং করুনঃ ,