আমাদের গন্তব্য এবারে রোটাং পাসে, ভারতের জম্মু-কাশ্মির ও চীনের তিব্বতের বেশ কাছাকাছি এই বরফে ঢাকা পাসটি।
হিমাচল প্রদেশের পর্যটন শহর মানালি থেকে ৫১ কিলোমিটার পথ আর সমুদ্র পৃষ্ঠ থেকে ১৩,০৫০ ফিট উচ্চতায় পাহাড়ের ধার ঘেষে ফিতার মত ও হঠাৎ বাঁক নেওয়া দুঃসাহসিক কঠিন ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করতে একটি জীপে আমাদের সময় লাগে একটানা সাড়ে তিন ঘন্টা, জীপের গতি ছিল প্রায় ১৫ কিলোমিটার
জিপ থেকে নেমে তখনো শীতের বিশেষ পোশাক পরিধান করি নি, আর খুব কাছে জমাট বাঁধানো বরফ। প্রসংগতঃ রোটাং পাসে যাওয়ার আগে শীতের বিশেষ পোশাক পরিধান করতে হয় যা ভাড়া হিসাবে পাওয়া যায়। রোদ ছিল চৈত্র মাসের মত কড়া, আর ঘোড়াগুলি বরফের উপরে চলাচলের বাহন হিসাবে কাজ করে।
ভ্রমণ সঙ্গি বন্ধুর মেয়েটি প্রথম দিকে শীতে তেমন একটা কাবু হয়ে না পড়লেও এক সময় অক্সিজেনের স্বল্পতায় কান্না জুড়ে দিয়েছিল
মনে হচ্ছে যেন এবারে আমার মেয়ে বাসরা চাঁদের দেশের ড্রেসে বরফের দেশে নেমেছে।
পাথরে আর বরফে সখা-সখি।
বরফের খুব কাছাকাছি। মুখে শান্তির হাসি, বিজয়ের হাসি।
প্রচন্ড শীতে বরফ হাতে নিয়ে বন্ধু জায়ার মুখে শান্তির হাসি, বিজয়ের হাসি।
ভ্রমণ সঙ্গি আমার বন্ধুটিকে পচন্ড শীতে কাবু করতে পারে নি।
তারিখ: অক্টোবর ২৯, ২০১২
রেটিং করুনঃ ,