ধব ধবে সাদা রঙের এই বাড়িটি এখন যাদুঘর অথচ ১৯৮৪ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন মেয়াদে দিল্লির আকবর রোডের পাশে সফদার জং রোডের ১নং বাড়িটি ছিল ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু।
নেহেরু পরিবারে মেয়েটি যখন ১৯১৭ তে জন্ম গ্রহন করলেন তখন তাঁর নাম রাখা হল – ইন্দিরা প্রিয়দর্শনী, ১৯৪২ সালে ফিরোজ গান্ধীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তিনি ভারত তথা সারা বিশ্বে ইন্দিরা গান্ধী নামে পরিচিত লাভ করেন।
ইন্দিরা গান্ধীর ব্যাবহারিত সুটকেট। সফদার জং রোডের ১নং বাড়িটিতে রক্ষিত আছে।
দেওয়ালে রক্ষিত বাংলাদেশের দুই জন- নেতার ছবি। সফদার জং রোডের ১নং বাড়িটিতে রক্ষিত আছে।
শোবার ঘর ও বিছানা আর সারা ঘরে তাক তাক করা বই, বই আর বই।
পড়ার ঘর, পড়ার টেবিল – বই, বই আর বই।
বসার ঘর বা বৈঠক খানা।
বাড়ির ভিতরে আঙ্গিনায় শাপলা ফুল
বাড়ির ভিতরে আঙ্গিনা
যে পোষাকে আকাশ, বাতাসকে কাঁদিয়ে বুলেট বিদ্ধ হলেন।
বুলেট বিদ্ধ হয়ে সেখানে লুটিয়ে পড়লেন ।
ভারতের সর্ব স্তরের মানুষ ও নিন্ম বর্ণের মানুষেরা ধুতি পড়ে খুঁজে বেড়াচ্ছেন মাতা জী .. মাতা জী.. বলে।
সফদার জং রোডের ১নং বাড়িটি এখন ইন্দিরা গান্ধী ম্যামরিয়াল।
তারিখ: অক্টোবর ৩১, ২০১২
রেটিং করুনঃ ,