মানালি শহর থেকে সোলান ভ্যালি অতিক্রম করে রোটাং পাসে যাওয়ার পথে অনেক গুলি ছোট ও বড় আকারের ঝর্ণা পাহাড়ের পাশে খেলা করে তার মধ্যে একটি ঝর্ণার পাশে রাস্তায় জীপ থামিয়ে ঝর্ণা ধারার ছোঁয়া নিয়ে তার মধুর কলকল ধ্বনী শুনে মুগ্ধ হই। স্থানটির অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ ফিট উপরে।
পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ধারা, মনোহর, সুশোভিত দৃষ্টি কাড়া।
ভালো লাগে বিশাল সৃষ্টিকে যত কাছে পাই
অন্তর থেকে প্রকৃতিকে আরোও কাছে চাই।
ভ্রমণের তারিখ: অক্টোবর ৩০, ২০১২
রেটিং করুনঃ ,