এত দিন বদলানো হচ্ছিল শহর, নগর, জনপদ কিংবা রেলস্টেশনের নাম। এবার নাম বদলানো হলো রাষ্ট্রপতি ভবনের উদ্যানের। এতকাল ধরে পরিচিতি ‘মোগল গার্ডেন’ এবার থেকে পরিচিত হচ্ছে ‘অমৃত উদ্যান’ নামে। স্বাধীনতার ৭৫তম বর্ষে এটা নরেন্দ্র মোদি সরকারের নবতম অবদান।
রাষ্ট্রপতির উপ–প্রেস সচিব নবিকা গুপ্তা গতকাল শনিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনের সব উদ্যান আগামী দুই মাসের জন্য সাধারণ মানুষের জন্য খুলে দেবেন। সরকারিভাবে এ অনুষ্ঠানকে বলা হচ্ছে ‘উদ্যান উৎসব।’
১৫ একর জমিজুড়ে তৈরি তিনটি উদ্যান রয়েছে রাষ্ট্রপতি ভবনে। এগুলো মোগল আমলের বিভিন্ন বাগান ও পারস্যের উদ্যানের ঢংয়ে তৈরি। আলাদা আলাদাভাবে বাগানগুলোর কোনো নামকরণ আনুষ্ঠানিকভাবে কখনো হয়নি। যদিও বহুকাল ধরে রাষ্ট্রপতি ভবনের এ নয়নাভিরাম উদ্যানগুলো সার্বিকভাবে ‘মোগল গার্ডেন’ নামে পরিচিত পেয়ে আসছে।
কারণ, একটি বাগান কাশ্মীরের শ্রীনগরের বিখ্যাত মোগল গার্ডেনের ঢংয়ে তৈরি করা হয়েছিল। এবার তার আনুষ্ঠানিক নামকরণ হলো। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে পরিচিতি পাবে ‘অমৃত উদ্যান’ নামে। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে গতকাল টুইট করে বলেন, ‘এটা দাসত্বের মনোভাব থেকে নিজেদের মুক্ত করার আরও একটি উদাহরণ।’
ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিজেপি নানা সময়ে বিভিন্ন শহর, রেলস্টেশন, রাস্তা ও স্থাপত্যের নাম বদলে দিয়েছে। বিশেষ করে বদলানো হয়েছে মুসলমান নামগুলো। যেমন এলাহাবাদ শহরের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ। মোগলসরাই স্টেশনের নাম করা হয়েছে দীনদয়াল উপাধ্যায়।
ফৈজাবাদ জেলার নাম পাল্টে হয়েছে অযোধ্যা। বিজেপির একাংশের প্রবল দাবি, গুজরাটের আহমেদাবাদ শহরের নাম বদলে ‘কর্নাবতী’ করা হোক, তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের নাম রাখা হোক ‘ভাগ্যনগর’।
সূত্র:প্রথম আলো।
তারিখ:জানুয়ারী ২৯, ২০২৩
রেটিং করুনঃ ,