ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান তালেবানের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের সাবেক এক রাষ্ট্রদূত। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আফগানিস্তানের সাবেক এই রাষ্ট্রদূতের নাম মাহমুদ সায়কাল। তিনি জাতিসংঘ ও অস্ট্রেলিয়ায় আফগানিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। তিনি আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের উদ্ধৃতির বরাত দিয়ে শনিবার মাহমুদ সায়কাল টুইট করেন। তিনি তাঁর টুইটে দাবি করেন, প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ভাষ্যমতে, ভারতকে মোকাবিলা করতে তালেবানের জন্ম দিয়েছে পাকিস্তান।
টুইটে মাহমুদ সায়কাল বলেন, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন, তালেবান দাসত্বের শিকল ভেঙেছে। এখন পাকিস্তানের দুই কূটনীতিক এস এম কুরেশি ও ইউসুফ মোয়েদ তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে লবিং করছেন।
মাহমুদ সায়কাল হার্ভার্ড ইউনিভার্সিটির ‘দ্য সান ইন দ্য স্কাই: দ্য রিলেশনশিপ বিটুইন পাকিস্তানস আইএসআই অ্যান্ড আফগান ইনসার্জেন্টস’ শীর্ষক গবেষণাপত্রের বরাত দিয়ে বলেন, পাকিস্তানের ওপর চাপ বা নিষেধাজ্ঞা ও শর্তযুক্ত সম্পর্কের নীতি বাস্তবায়নের মাধ্যমেই কেবল আফগানিস্তানে সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এভাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখাও সম্ভব।
১৫ আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যায়। তালেবান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সরকার গঠন করেনি। তবে তারা কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করেছে।
পাকিস্তানের সাবেক সিনেটর ও আঞ্চলিক রাজনীতিবিষয়ক বিশ্লেষক আফ্রাসিয়াব খটক সম্প্রতি এক নিবন্ধে উল্লেখ করেন, তালেবানের অন্তর্ভুক্ত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হাক্কানি নেটওয়ার্ক রয়েছে। ২০১১ সালে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন একে পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সির (আইএসআই) ‘সত্যিকারের অঙ্গ’ বলে অভিহিত করেছিলেন।
আফ্রাসিয়াব খটক আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তালেবানের সরকারকে গ্রহণযোগ্য করে তোলার জন্য পাকিস্তানি নিয়ন্ত্রকেরা কাজ করছে।
সূত্র : প্রথম আলো।
তারিখ: আগষ্ট ৩০, ২০২১
রেটিং করুনঃ ,