সবাই হয়তো দেখেছে তিনি সদা হাস্যোজ্বল, সুখি মানুষ একজন ! কিন্তু কিছুক্ষণ পরেই যদি খবর আসে যে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছি, তখন অনেকেই হয় তো বুঝার চেষ্টা করবেন তার মনের অনেক গভীরে কত না জমাট বাধা কষ্ট ছিল, ছিল বড় বড় দুঃখের পাথর, যা বহন করা সম্ভব হয় নি তার!
এই পৃথিবী বড় একটি কষ্টের স্থান এই স্থানটুকুকে আমাদের বুঝতে বুঝতে জীবনের প্রায় সব সময়টুকু অতিক্রম হয়ে যায়। শেষ বেলায় বড় অসহায় হয়ে পড়ি, নানান কারণ থাকে তারপরে চিরতরে চলে যাওয়ার একটি ভয় ভীতি। জীবনকে গুছিয়ে নিয়ে এগিয়ে যায় অনেকে নিয়ম ধর্ম শাসন মেনে আর অনেকে এগিয়ে যায় অগোছালো ভাবে।
অগোছালো ভাবে আগানো জীবনটাই বড় কষ্টের কারণ আর এই ধরণের মানুষের সংখ্যাই বেশি।
তারিখ: জুন ১৬, ২০১৯
রেটিং করুনঃ ,