কাছে ও দূরের ব্যবধানটা অনেক !
মনের অনুভুতি জ্বালিয়ে ব্যবধানটা যত বড় করা যায়।
নক্ষত্র থেকে নক্ষত্রের যে দূরত্ব
ব্যবধানটা হঠাৎ করে ঠিক ততটাই হলো
অখচ ব্যবধান কমানোর তুমুল যুদ্ধ মনে
হঠাৎ করে সে আজ আসলো না বলে
দূরত্বটা নক্ষত্র দূরত্ব হলো।
নিয়মিত ভাবে যদি তার আসা হতো, দেখা হতো;
ব্যবধানটা হয় তো হতে পারত এক হাত সমান, বড় জোড় আঠাড়ো ইঞ্চি।
শূণ্য ইঞ্চিতেও ব্যবধান কমিয়ে আনা যায়।
কিন্তু সেখানে নক্ষত্র দূরত্ব কাজ করে না।
বৃহৎ অনুভূতি ক্ষুদ্র হয় সেখানে।।
তারিখ মার্চ ১৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,